রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ১১ই মার্চ সকালে সদর হাসপাতালের ২৫০ শয্যায় উন্নীতকরণের চলমান নির্মাণ কাজসহ হাসপাতালের ক্যাম্পাসে মর্গ(লাশকাটা ঘর) নির্মাণের সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেন। এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স ও হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।