॥স্টাফ রিপোর্টার॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার গতকাল ১০ই মার্চ বিকালে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প(ফেজ-২) এর বাস্তবায়ন কাজ পরিদর্শন করেন।
প্রকল্পের উড়াকান্দা এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাকে প্রকল্পের বাস্তবায়ন কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময়ে পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম ওয়াহিদ উদ্দিন চৌধুরী, রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্সের সদস্য খান ওলিউজ্জামান ও খুলনা শীপইয়ার্ডের প্রতিনিধি লেঃ কমান্ডার(অবঃ) মিজানুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।