॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের আয়োজনে ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করে জীবন ও সম্পদের ঝুঁকি’-শীর্ষক প্রতিপাদ্যকে সামনে গতকাল ১০ই মার্চ সকালে বর্ণাঢ্য র্যালী ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে মহড়ার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী।
এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ শওকত হোসেন জোয়ার্দার, প্রমুখ উপস্থিত ছিলেন। মহড়ায় বসত ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণ, বহুতল ভবন, ভারী বস্তুর নীচে ও আগুনের মধ্যে আটকে পড়াকে উদ্ধার ইত্যাদি প্রদর্শন করা হয়।