॥কাজী তানভীর মাহমুদ॥ জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে রাজবাড়ীতে কুকুরের টিকাদান কার্যক্রমের(এমডিভি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পননা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকাল ১০টায় কার্যালয়ের হল রুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ভেটেরিনারী অফিসার ডাঃ মোস্তফা কামাল, জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক প্রণব কুমার সাহা, পরিসংখ্যানবিদ মোঃ আলাউদ্দিন ও রামকান্তপুর ইউনিয়ন পরিদের চেয়ারম্যান আবুল হাসেম বিশ^াস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, জলাতঙ্ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ। কুকুর জাতীয় পশুতে কামড়ালে দ্রুত ভ্যাকসিন দিলে জলাতঙ্কের ঝুঁকি কমে। তাই জলাতঙ্ক ছড়াতে পারে এ রকম পশু কামড়ালে যত দ্রুত সম্ভব টিকা দিতে হবে। অসচেতনতা জলাতঙ্ক ছড়ানোর জন্য অনেকাংশে দায়ী। জেলা-উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। কুকুরের কামড়ের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা, ব্যাপক হারে কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান(এমডিভি) এবং কুকুরের সংখ্যা পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে একটি কর্মকৌশল বাস্তবায়ন করা হচ্ছে। ১৩-১৫ই মার্চ ১ম রাউন্ডসহ ৩রাউন্ডে দেশব্যাপী কুকুরকে এমডিভি টিকা দেয়া হবে। এ সময় কুকুরকে ধরে টিকা প্রদান করে রং মেখে কুকুরটিকে চিহ্নিত করে রাখা হবে। এই কার্যক্রমের আওয়ায় রাজবাড়ী জেলায় প্রায় ৫ হাজার কুকুরকে টিকা দেওয়া হবে।