রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের টিকাদান কার্যক্রমে বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে গতকাল রবিবার বেলা ১১টায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান(এমডিভি) কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব(মোনা বিশ্বাস), পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, পাংশা হাসপাতালের আরএমও ডাঃ তরুন কুমার পাল, পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলাম, পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমিন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজি কন্ট্রোল অপারেশন প্লানের জলাতঙ্ক নির্মূল কর্মসূচির এমডিভি সুপারভাইজার মোঃ ফারুক হোসেন ও মোঃ জুবায়ের হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমি বলেন, ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজি কন্ট্রোল অপারেশন প্লানের জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় পাংশা উপজেলায় প্রথম রাউন্ড কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ১৩-১৭ই মার্চ বাস্তবায়ন করা হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান(এমডিভি)’র উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এমডিভির সুপারভাইজার জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!