॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম ফকির (৩২)কে দুই বোতল ফেনসিডিলসহ পুলিশ গ্রেফতার করেছে।
গত ৯ই মার্চ সন্ধ্যায় বালিয়াকান্দি থানার এএসআই কিরণ এবং এএসআই আজিজ উপজেলার আনন্দ বাজার থেকে ২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১০ই মার্চ তাকে আদালতে সোপর্দ করা হয়।
সাদ্দাম ফকির নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মৃত কামাল ফকিরের ছেলে এবং নবাবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।