॥লাবনী আক্তার॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর জাতীয় সংসদের স্বেচ্ছাধীন তহবিল থেকে যুব মহিলা লীগের নেতাকর্মীদের মধ্যে কম্বল ও চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ১০ই মার্চ বিকালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় নিজ বাসভবনে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর পক্ষে তার কন্যা কানিজ ফাতেমা চৈতী এই কম্বল ও চেক বিতরণ করেন।
রাজবাড়ী পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের ১০জন করে যুব মহিলা লীগের কর্মীদের মধ্যে কম্বল এবং সভাপতি/সাধারণ সম্পাদকের মধ্যে ২হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
এ সময় পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি লাবনী আক্তার, সাধারণ সম্পাদক তানজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সেতু ইসলাম, ৪নং ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা শিমুলসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব মহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।