॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল ১০ই মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম(এমডিভি) সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম আব্দুল্লাহ-আল মুরাদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার ডাঃ আশরাফ, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সরজিৎ কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টার ও নিরাপদ খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান পনির। বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।