॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল ৯ই মার্চ দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফী উদ্দিন পাতা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আহম্মদ হোসেন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একেএম শফিকুল মোরশেদ আরুজের নৌকা প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর তালা প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সফুরা খাতুনের কলস প্রতীক জয়যুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজ নিজ এলাকার সার্বিক অবস্থা তুলে ধরেন।