॥তনু সিকদার সবুজ॥ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রচারণার প্রথম দিনেই রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিরকে ১০হাজার টাকা জরিমানা এবং তার প্রচার মাইক ও ভ্যান গাড়ী জব্দ করা হয়।
গতকাল ৯ই মার্চ দুপুর ১টায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজার ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করা হয়। এ সময় দ্বিতীয়বার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে বলে তাকে সতর্ক করে জব্দ করা প্রচার মাইক ও ভ্যান গাড়ী ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাসুম রেজা বলেন, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের মাইকযোগে প্রচারণার কথা থাকলেও তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে ১ঘন্টা আগেই দুপুর ১টা থেকে প্রচারণা শুরু করা হয়। এ জন্য উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর ২১ ধারা লঙ্ঘনের দায়ে ৩২ ধারা মোতাবেক তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে বলে তাকে সতর্ক করা হয়েছে।