॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৯ই মার্চ সদর উপজেলার খানখানাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ফজলু স্টোর নামের একটি মুদী দোকানের মালিককে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশ এই অভিযানে সহযোগিতা করে।