॥কালুখালী প্রতিনিধি॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৬ই মার্চ দুপুরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে যথাযথভাবে মোড়ক ব্যবহার না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় নন্দী বীজ ভান্ডার ও খালেক বীজ ভান্ডারকে ১হাজার টাকা করে এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির দায়ে ফরিদ মিষ্টান্ন ভান্ডারকে একই আইনের ৫৩ ধারায় ৩হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করে।