॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের গৃহবধূকে গণধর্ষণের মামলার এজাহারনামীয় ৩জন আসামীকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ঃ নবাবপুর ইউনিয়নের ঠেঙ্গাবাড়ীয়া গ্রামের আবু বক্কারের ছেলে শামিম(২৫), কুরশী সোনাইডাঙ্গী গ্রামের মমিন মন্ডলের ছেলে মর্তুজা(২২) এবং আয়ুব আলীর ছেলে মনির(২৫)। গত ৫ই মার্চ দিবাগত রাতে বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে থানা পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মজলিসপুর এলাকার একটি স্কুল থেকে তাদেরকে গ্রেফতার করে। গতকাল ৬ই মার্চ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
মামলা সূত্রে প্রকাশ, ভিকটিম গৃহবধূ গত ৩রা জানুয়ারী বিকালে তার মাদ্রাসা পড়–য়া ছেলেকে খাবার দিতে পার্শ¦বর্তী ঠেঙ্গাবাড়ীয়া মাদ্রাসায় যায়। ছেলের খাবার দিয়ে সন্ধা ৭টার দিকে বাড়ী ফেরার পথে ওই এলাকার ৫জন যুবক তাকে জোর করে মুজাই শেখের কলা বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ও ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। ধর্ষিতা গৃহবধূ সংসার ভেঙ্গে যাওয়ার ভয়ে চুপচাপ থাকে। পরবর্তীতে ওই বখাটেরা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে ২০হাজার টাকা দাবী করে। ২হাজার ৫শত টাকা দিলেও তারা বারবার টাকা দাবী করতে থাকে। পরে ওই গৃহবধূ স্বামীকে ঘটনা খুলে বলে এবং ২৭শে ফেব্রুয়ারী রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযুক্ত ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।