॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৫ই মার্চ বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোর্ট পাড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ খান(৪০) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড, প্রশংসাপত্র ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আফসানা কাওছার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১লক্ষ টাকা জরিমানা করেন।
র্যাব জানায়, ভাঙ্গা উপজেলার ডাঙ্গার পাড় গ্রামের মৃত ওহাব খানের ছেলে ফিরোজ খান এমবিবিএসসহ আরও অন্যান্য ডিগ্রীধারী বলে ভুয়া পরিচয় দিয়ে চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টার খুলে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল।