শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রামচন্দ দাস স্বরচিতসঙ্গীত পরিবেশন করলেন॥শিক্ষার্থীদের জীবন গড়ার প্রেরণা দিতে

  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০১৯

॥মোক্তার হোসেন॥ শুধু বক্তব্যে নয়. নিজে হারমোনিয়াম বাজিয়ে শিক্ষার্থীদের মাঝে স্বপ্ন জাগাতে-জীবন গড়ার যুদ্ধে জয়লাভের প্রেরণায় স্বরচিত সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেছেন বৃহত্তর পাংশার বর্তমান কালুখালী উপজেলার খাগজানা গ্রামের কৃতী সন্তান বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। গতকাল ২রা মার্চ সকাল ১১টায় পাংশা শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমীতে তাঁর শুভাগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মা-মাটি ও মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা শেখাতে শিক্ষার্থীদের প্রতি নানা উপদেশ রেখে বক্তব্য দেন তিনি। শিক্ষার্থীদের মিথ্যা, নকল, মাদক ও সন্ত্রাসবাদকে না ধ্বনী দিয়ে ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু গ্রেড পাওয়ার জন্য নয় সন্তানকে মানুষের মত মানুষ হওয়ার স্বপ্ন শেখান। ফেজবুক দেখতে দেখতে ছেলে-মেয়রা যেন বুক (বই) পড়া ভুলে না যায়। বঙ্গবন্ধু, রবীন্দ্র নাথ, নজরুল, কাজী মোতাহার হোসেন, এয়াকুব আলী চৌধুরী গুণী মানুষের জীবনী পড়ার গুরুত্বারোপ করেন তিনি। প্রাইভেট-কোচিং-এর দিকে না ঠেলে স্কুলে ছাত্র-ছাত্রীদের সন্তানসম ভেবে পাঠদানের আহবান জানান তিনি। বক্তব্য শেষে নিজে হারমোনিয়াম বাজিয়ে স্বরচিত সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন তিনি।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাঃ শাহাদত আলী, কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপজান নেছা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জামিল ফোরকান। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসকে ক্রেস্ট ও বই উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা মহিলা কলেজের প্রভাষক মোঃ রোকনুজ্জামান।
জানা যায়, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস পাংশা মহিলা কলেজ, কাজী আব্দুল মাজেদ একাডেমী, কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাংশা আদি মহাশ্মশান পরিদর্শন করেন। কাজী আব্দুল মাজেদ একাডেমীতে রাম চন্দ্র দাসের শুভাগমন উপলক্ষে কণ্ঠশিল্পী বর্ণালী দত্ত সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ক্ষুদে নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!