॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ গতকাল ১লা মার্চ ভোরে ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী তারু মন্ডল(৩৭) কে গ্রেফতার করেছে। সে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের মৃতঃ কানু মন্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানা ওসি একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই কিরণ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তারু মন্ডলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বালিয়াকান্দি, কালুখালী ও ফরিদপুরের বোয়ালমারী থানায় মাদক, চুরি ও ধর্ষণের মামলাসহ ১১টি মামলা রয়েছে। সব মামলায়ই তার বিরুদ্ধে ওয়ারেন্ট (গ্রেফতারী পরোয়ানা) ছিল।