॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল ১লা মার্চ বিকেলে ক্যান্সার-কিডনী/লিভার সিরোসিস/স্ট্রোকে প্যারাইজড/জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে ২০১৮-২০১৯ আর্থিক বছরের অনুদানের চেক (১ম কিস্তি) এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ও শাহিদা আহম্মেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম।
জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের ৫জন রোগীর মাঝে প্রত্যেকের ৫০ হাজার টাকার চেক এছাড়া ৪০জন শিক্ষার্থীর মাঝে ২লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।