॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ গতকাল ১লা মার্চ বিকালে বৃষ্টি পানিতে তলিয়ে যাওয়া পাইককান্দির ফুলবাড়িয়া গ্রামের ছাইভাঙ্গা মাঠ পরিদর্শন করেন।
এ সময় তিনি মাঠের পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত শ্যালো মেশিনের জন্য ৫০ লিটার ডিজেল অনুদান দেন এবং সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমানকে ডেকে এনে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ ব্যাপারে চেয়ারম্যান নায়েব আলী শেখ বলেন, হঠাৎ বৃষ্টিতে মাঠটি তলিয়ে গেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে মাঠটি পরিদর্শন করলাম। ক্ষতিগ্রস্ত যাতে সরকারী সুযোগ-সুবিধা পায় সে জন্য ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের এবং কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করেছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে মাঠের পেঁয়াজ, রসুন, গমসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। কৃষকরা ১৫টি শ্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশন করছে। কৃষকদের দাবী, এতে তাদের ফসলের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে কৃষকদের সব ধরণের সহযোগিতা করা হবে।