॥মনির হোসেন॥ রাজবাড়ীর কালুখালী উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকালে উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, কালুখালী থানার অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকসেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুল ইসলাম হাওলাদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ হাওয়া খাতুন, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মাজবাড়ী ইউপির চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের স্ব-স্ব দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।