॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পাংশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৬শে ফেব্রুয়ারী হাবাসপুর ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার জানান, হাবাসপুর ইউনিয়নে ভিজিডির উপকারভোগীর সংখ্যা ২৬১ জন। তারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। আর্থসামাজিক উন্নয়নে ভিজিডির উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।