॥স্টাফ রিেেপার্টার॥ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল ২৫শে ফেব্রুয়ারী সন্ধ্যায় তিনি এই বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে সারা দেশের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার নির্বাচনী এলাকা রাজবাড়ী-১ আসনের জন্য দু’টি সেতু নির্মাণের দাবী জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে কারিগরি শিক্ষার দিকে বেশী গুরুত্ব দিতে হবে। প্রতিটি স্কুলে কমপক্ষে দুইটি ট্রেডের উপরে কারিগরি শিক্ষা চালু করা উচিত। রাজবাড়ী শহর রেলের শহর, এখানে একটি অডিটোরিয়াম করার চেষ্টা করেছি কিন্তু করতে পারি নাই। দ্বিতীয় পদ্মা সেতুর কথা সবসময় বলি, কারণ এ সেতু করলে ঢাকার উপর চাপ কমে যাবে, আমিতো ঢাকায় থাকবো না। এলাকায় থাকবো, ঢাকাতে এসে কাজ করে আবার চলে যাবো। আমার এলাকায় দুটি নৌরুট আছে, দৌলতদিয়া-পাটুরিয়া এবং জৌকুড়া-নাজিরগঞ্জ। জৌকুড়া ঘাট দিয়ে পাবনা এবং রাজবাড়ীর মধ্যে যদি একটি ব্রীজ করা যায়, তাহলে দুুরত্ব অনেক কমে যাবে। যারা কুষ্টিয়া, পাবনা, ঈশ্বরদী, রাজশাহী যাতায়াত করে তারা সহজেই যাতায়াত করতে পারবে। এছাড়াও তিনি দৌলতদিয়া-পাটুরিয়া ২য় পদ্মা সেতু নির্মাণের জোরালো দাবী জানান।