॥স্টাফ রিপোর্টার॥ ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা নামক স্থানে গতকাল ২৩শে ফেব্রুয়ারী দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর রাবেয়া পরিবহনের সাথে এসপি গোল্ডেন লাইনের আরেকটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাবেয়া পরিবহনের বাসটি ঢাকার গাবতলী থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে আসছিল। অপরদিকে এসপি গোল্ডেন লাইনের বাসটি সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিল। ধামরাইয়ের বালিথার সরকার স্টিল মিলের কাছে বাস দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসপি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আল মামুন ও বাসটির চালকের সহকারী কালু মিয়া নিহত ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরেকজন নিহত হয়। সেও এসপি গোল্ডেন লাইন পরিবহনেরর যাত্রী। মহাসড়েেকর উপর বাস দু’টি আড়াআড়িভাবে পড়ে থাকার কারণে মহাড়কের দুই পাশের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ র্যাকারের সাহায্যে বাস দু’টি অপসারণ করলে প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, রাবেয়া পরিবহনের বাসটি আরেকটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়।