॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার রেল ক্রসিংয়ে গতকাল ১৬ই ফেব্রুয়ারী রাত ৮টার দিকে ইট ভাটার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে ট্রেনের একটি বগির কিছু অংশ। এ ঘটনায় ওই ট্রাকের হেলপার জাহিদকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বসন্তপুর বাজার রেল ক্রসিংয়ের গেটম্যান যুবরাজ বলেন, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী মেইল ট্রেনটি আসার সিগনাল পেয়ে আমি রেল ক্রসিংয়ের দু’টি গেট বন্ধ করে দিই। কিন্তু রেল ক্রসিংয়ের কাছেই বসন্তপুর-সুলতানপুর সড়কে রেললাইন ঘেষে ইট ভাটার একটি ট্রাক পার্কিং করা ছিলো। প্রথমে আমি বিষয়টি খেয়াল করিনি। যখন ট্রেন কাছাকাছি চলে আসে তখন আমি বিষয়টি দেখে ট্রেন চালককে বিপদ সংকেত দিই। কিন্তু ততক্ষণে ট্রাকটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়ে প্রথম বগির কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ওই ট্রেনে দায়িত্বরত রাজবাড়ী রেলওয়ে থানার নায়েক মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি নিয়ম বহির্ভূতভাবে রেললাইন ঘেষে পার্কিং করে রাখা হয়েছিল। সংঘর্ষের পর বিকট শব্দে ট্রেনের যাত্রীরা আতংকগ্রস্ত হয়ে চিৎকার-চেচামেচি করতে থাকে। ট্রেনের যে অংশ দুমড়ে-মচড়ে গেছে সেখানে টয়লেট রয়েছে। ওই মুহুর্তে টয়লেটে কোনো যাত্রী থাকলে তার বড় ধরণের কোনো ক্ষতি হতে পারতো।
তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ও রেলওয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়ে ট্রাকটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আটক ট্রাকের হেলপার জাহিদ বলেন, ট্রাকটি বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির সরদারের ইটের ভাটার। ট্রাকটি ওই স্থানে পার্কিং করে আমাকে ভিতরে বসিয়ে রেখে ড্রাইভার ওষুধ আনতে যায়। এরমধ্যেই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বসন্তপুর ইউনিয়নে বেশ সংখ্যক অবৈধ ইট ভাটা রয়েছে। এসব ভাটার ট্রাক প্রতিনিয়ত এই রেল ক্রসিংয়ের উপর দিয়ে চলাচল করে। তাই প্রতিটি মুহুর্ত এখানে দুর্ঘটনা ঘটার আশংকার মধ্য দিয়ে পার্শ্ববর্তী দু’টি স্কুলের শিক্ষার্থীদের ও সাধারণ মানুষদের চলাচল করতে হয়।
শিগগিরই অবৈধ ইটভাটা ও ট্রাক চলাচল বন্ধ করার জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।