॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী স্বেচ্ছায় অব্যাহতির বিষয়টি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামীলীগ।
গতকাল ৯ই ফেব্রুয়ারী বেলা ১২টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা কমিটির মাসিক সভায় উক্ত অব্যাহতির আবেদন অনুমোদিত হয়।
এর প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের ১নং যুুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে পরবর্তী জেলা সম্মেলন পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম গতকাল ৯ই ফেব্রুয়ারী কাজী ইরাদত আলীকে একটি পত্র প্রদান করেছেন।
পত্রে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আলহাজ্ব কাজী কেরামত আলীর স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণের প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের গত ১০/১১/২০১৮ইং তারিখের সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে পরবর্তী জেলা সম্মেলন পর্যন্ত সংগঠনের বৃহত্তর স্বার্থে আপনাকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করবেন।
এদিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সুত্র জানায়, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।