সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান সাচ্চু’র কবিতা বই ‘ব্যাসার্ধ থেকে ব্যাস’ প্রকাশ

  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ঢাকার একুশে বইমেলায় গত ৬ই ফেব্রুয়ারী প্রকাশিত হয়েছে রাজবাড়ীর কৃতি সন্তান মোঃ আসাদুজ্জামান সাচ্চু’র কবিতার বই ‘ব্যাসার্ধ থেকে ব্যাস’।
বইটি কবি তার প্রয়াত পিতা শামছুর রহমানকে উৎসর্গ করেছেন। বইটির প্রকাশক ঢাকার অনন্যা প্রকাশনীর মনিরুল হক এবং প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ৮৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। একুশে বইমেলায় অন্যন্যা প্রকাশনীর স্টলে গত ৬ই ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটিতে শেষ কথা, সভ্যতার অন্ধকারে, নীল দংশন, অতিথি, খুঁজে ফিরি, এক পশলা বৃষ্টি, বাঁচতে চাই, অনুভবের জাল, রক্তের মানচিত্র, স্বপ্নজাল, আলোর দিশারি, ব্যাসার্ধ থেকে ব্যাস, এপাড়-ওপাড়, ধু ধু প্রান্তর ইত্যাদি শিরোনামের কবিতাসহ মোট ৮৬টি কবিতা রয়েছে। বইটির ইউএসএ ডিস্ট্রিবিউটর নিউইয়র্কের মুক্তধারা এবং কলকাতার ডিস্ট্রিবিউটর নয়া যুগ।
পেশায় পুলিশ ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান সাচ্চু বর্তমানে নারায়নগঞ্জ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্ট অফিসার(ডিআইও ওয়ান) পদে কর্মরত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ(দর্শন) পাশ করা সাচ্চু ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও তিনি একজন দাবা সংগঠক। ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ আয়োজিত দাবা প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!