শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভিডিও কনফারেন্সে গোয়ালন্দ-কালুখালী উপজেলার শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ৬ই ফেব্রুয়ারী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও কালুখালী উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ শ্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এই অনুষ্ঠানের কার্যক্রমের তদারকিতে রাজবাড়ীতে আসা বিদ্যুৎ বিভাগের উপ-সচিব এরাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, রাজবাড়ী পল্লী বিদু্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফাসহ বিভিন্ন সরকারী দপ্তর, ওজোপাডিকো ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাগণ এবং কয়েকজন সুবিধাভোগী ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রথম পদ্মা সেতু নির্মাণের পর দৌলতদিয়া-পাটুরিয়াতে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। বর্তমান জনবান্ধব সরকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়া কয়েকজনের বক্তব্য শোনেন এবং রাজবাড়ীবাসী রাজার হালে থাকবে বলে মন্তব্য করেন।
মদাপুর ইউনিয়নের একটি বাড়ী একটি খামার প্রকল্পের সুবিধাভোগী কাজলী বেগম প্রকল্প থেকে সুবিধা পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কালুখালী উপজেলার রতনদিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আজিজ তার ফার্মের বিভিন্ন প্রজাতির মাছের রেণু সংগ্রহের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
ভিডিও কনফারেন্সে ২জন শিক্ষার্থী ও জেলা পরিষদ চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শতভাগ বিদ্যুতায়নের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ৫৮ কোটি টাকা ব্যয়ে ৩৮২ কিঃ মিঃ বিদ্যুৎ লাইন ও ১০ এমভিএ ক্ষমতায় ১টি উপকেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ৭৫টি এবং কালুখালী উপজেলায় ৮৬ কোটি টাকা ব্যয়ে ৫৭০ কিঃ মিঃ বিদ্যুৎ লাইন ও ৫ এমভিএ ক্ষমতায় ১টি উপকেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৯৮৯টি বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
একই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬টি বিদ্যুৎ কেন্দ্র এবং ৯টি গ্রিড উপকেন্দ্র উদ্বোধন করেন। এতে ১০৬২ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
অনুষ্ঠানে তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেশে এই প্রথম সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত ৬টি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে- সিরাজগঞ্জ ২৮২ মেগাওয়াট সিম্পেল সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, চাঁদপুর ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, খুলনার রূপসায় ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রামের জুলদা ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র(তৃতীয় ইউনিট)।
নয়টি উপকেন্দ্র হচ্ছে- রামগঞ্জ, বরিশাল(উত্তর), বারইয়ারহাট, শিকলবাহা, জলঢাকা, সুনামগঞ্জ, বিয়ানিবাজার, রাঙামাটি ও মাতারবাড়ি।
শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আসা উপজেলাগুলো হচ্ছে ঃ হরিনাকুন্ড, ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গা, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও কালুখালী উপজেলা, বামনা, লাখাই, শায়েস্তাগঞ্জ, আজমেরীগঞ্জ, বাহুবল, মেলান্দহ এবং ইসলামপুর।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৩০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেয়া হয়েছে। এরমধ্যে ২৬৩টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ ইতোমধ্যেই উদে¦াধন করা হয়েছে। অবশিষ্ট ৪৩টি উপজেলা চলতি বছরের জুন নাগাদ উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসিরুল হামিদ বিপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিদ্যুৎ বিভাগের সচিব ড.আহমেদ কায়কাউস অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।
ড. আহমেদ কায়কাউস বলেন, ২০,৮৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করায় দেশের ৯২ শতাংশের বেশি জনগণ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
তিনি বলেন, গত ১০ বছরে ১শ’ নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবাদে বাংলাদেশ এখন বিদ্যুৎ ঘাটতির দেশ থেকে বিদ্যুুৎ উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।
সাবেক মন্ত্রী এবং সিনিয়র আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ ইসলাম আল জ্যাকব এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যগণ এ সময় গণভবনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!