॥স্টাফ রিপোর্টার॥ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম)-সেবা’ পদকে ভূষিত হয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম।
গত ৪ঠা ফেব্রুয়ারী রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে(আসমা সিদ্দিকা মিলিকে) ২০১৮ সালের কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম)-সেবা’ পদক পরিয়ে দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরআগে পুলিশ সপ্তাহ-২০১৮ তে তিনি দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম-সেবা’ পদকে ভূষিত হন।
পদক প্রাপ্তির পর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি আমৃত্যু জনকল্যাণকর কাজের মাধ্যমে দেশ ও জনগনের সেবা করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করাসহ সকলের দোয়া কামনা করেছেন।