॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বহরপুর উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারী কলেজ, বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বালিয়াকান্দি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন ও কেন্দ্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।