॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে আশরাফুল আলম খোকনকে পুনঃ নিয়োগ দেয়া হয়েছে। গতকাল ৩১শে জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “মুহাম্মদ আশরাফুল আলম খোকনকে ৭ই জানুয়ারী ২০১৯ অথবা যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে(যেটি আগে ঘটে) গ্রেড-৪ ভুক্ত নির্ধারিত সর্বোচ্চ বেতনে মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”
প্রায় সাড়ে ছয় বছর ধরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন।
তাকে প্রথমে ২০১৩ সালে অগাস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়। পরে তার মেয়াদ বাড়ানো হয়। খোকন দৈনিক মুক্তকণ্ঠ ও চ্যানেল আইয়ে কাজ করেছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের একুশে অগাস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আহত হন খোকন। ওই হামলায় ২৪জন নিহত হয়েছিলেন।