॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ৩১শে জানুয়ারী সারা দেশের ন্যায় রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার প্রধান অতিথি হিসেবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্র্যক্রম উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬শে জানুয়ারী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর জন্য পরিপত্র জারী করা হয়। আগে বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে এভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও এখন থেকে প্রতি সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাধ্যতামূলকভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। শিক্ষকদের তত্বাবধানে শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবে।