॥স্টাফ রিপোর্টার॥ আগামী ৪ঠা ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ২০১৯ সালের পুলিশ সপ্তাহে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম)-সেবা’ পদকে ভূষিত হচ্ছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম।
উল্লেখ্য, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ মিঞা ও রিজিয়া খানমের কৃতি সন্তান আসমা সিদ্দিকা মিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বিসিএস(পুলিশ) ক্যাডারে যোগদান করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে করেন। তিনি জাতিসংঘ শান্তি মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডিআর কঙ্গোতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
আসমা সিদ্দিকা মিলি ২০১৮ সালের ৫ই মার্চ রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। একই বছরে পুলিশ সপ্তাহ-২০১৮ তে তিনি দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম-সেবা’ পদকে ভূষিত হন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ২০১৮ সালের গত ৮ই জানুয়ারী পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে(আসমা সিদ্দিকা মিলিকে) বিপিএম-সেবা’ পদক পরিয়ে দেন।
এরপূর্বে তিনি জাতিসংঘ শান্তি মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডিআর কঙ্গোতে সুনামের সাথে দায়িত্ব পালনকালে জাতিসংঘ শান্তিপদকে ভূষিত হন। ২০১৭ সালে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাচ প্রাপ্ত হন।
২০১৯ সালের পুলিশ সপ্তাহে ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম)-সেবা’ পদকে পাওয়ার বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সকল উর্দ্ধতন কর্মকর্তা, সকল সহকর্মি ও রাজবাড়ী জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা করেছেন।
জনকল্যাণকর কাজের মাধ্যমে দেশ ও জনগনের সেবা করতে দৃঢ় প্রত্যয়ী আসমা সিদ্দিকা মিলি আমৃত্যু দেশের সেবা করার জন্য সকলের দোয়া কামনা করেছেন।