॥স্টাফ রিপোর্টার॥ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর আলামিন বীমা প্রকল্পের রাজবাড়ী সার্ভিস সেল অফিসের আয়োজনে গত ২৪শে জানুয়ারী দুপুরে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক ভবনস্থ সংস্থার অফিসে মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
আলামিন বীমা প্রকল্পের রাজবাড়ী সার্ভিস সেল অফিসের ইনচার্জ মোঃ মহিউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোঃ হাবিবুর রহমান এবং আলামিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক কে.এম বিল্লাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলামিন বীমা প্রকল্পের রাজবাড়ী সার্ভিস সেল অফিসের হিসাব ইনচার্জ মোঃ আকবর হোসেন। এ সময় আলামিন বীমা প্রকল্পের কর্মকর্তা-কর্মীগণসহ বীমা গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭জন গ্রাহককে বিভিন্ন অংকের মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কার্যক্রমের প্রশংসা করেন এবং বীমা সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা পরিহার করে বীমার সুবিধা গ্রহণ করার আহ্বান জানান।