॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বরাটে গতকাল সোমবার দুপুরে স্থানীয় গুণী ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বরাটের চৌধুরী আব্দুল হামিদ একাডেমী প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন বরাট জনকল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
অধ্যাপক সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান ও ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
সংবর্ধিত গুণীজনগণ হলেন ঃ সমাজ সেবায় খন্দকার অলিউর রহমান, হেরেম্ব কুমার বসু, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধা ক্বারী মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা আ.কা ফজলুল হক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বিশ^াস, খগেন্দ্র নাথ বিশ^াস, হাসান ইমাম চৌধুরী, সরকারী কাজে বিশেষ অবদান রাখার জন্য ড. এস.এম জলিল, সংগীতে চৌধুরী নিজামুল হক, কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মো. সামসুদ্দিন মোল্লা।
স্থানীয় গুণীজনদের সংবর্ধনা প্রদান শেষে এলাকার ২৩০জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।