॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল রাজারবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা গতকাল ২৮শে জানুয়ারী অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোাধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা।
বিদ্যালয়ের এসএমসি কোয়াব সদস্য গোলাম মওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার এএফএম শাহজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, শিক্ষক ও এসএমসি সদস্য এসএম এমদাদুল হক, ক্রীড়া শিক্ষক রবিউল আলম, ডাঃ এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মোঃ মজিদ বিশ^াস ও লক্ষীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মনোয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহানা জাহান। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের বরণ করা হয় এবং এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা দেওয়া হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এ সময় বিদ্যালয়ে কমিটির সদস্যরা, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।