সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের আনন্দ ভ্রমণ সম্পন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদ এবারে বার্ষিক আনন্দ ভ্রমণে খাগড়াছাড়ির সাজেক পাহাড়ে নানা কর্মসূচি পালন করেছে।
আনন্দঘন পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সাজেক পাহাড়ের সেনিলুসাই রেস্টুরেন্ট ও কটেজ মিলন মেলায় পরিণত হয়। আনন্দ ভ্রমণে অংশ গ্রহণকারীদের পাশাপাশি স্থানীয়রাও যাদু প্রদর্শনী, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
জানা যায়, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ ও কলেজ শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মুহাঃ আতাউল হক খান চৌধুরীর নেতৃত্বে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান লিটন ও কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তীসহ কলেজের সকল বিভাগের অন্তত ৬০জন শিক্ষক, কয়েকজন কর্মচারী এবং কয়েকজন গেষ্টসহ ৭১জন সদস্য ফরিদপুরের গোল্ডেন লাইনের দু’টি এসিযুক্ত বাসের বহর গত ২৪শে জানুয়ারী বিকেল ৩টার সময় পাংশা সরকারী কলেজ চত্বর থেকে যাত্রা শুরু করে ২৫শে জানুয়ারী দুপুর ১২টার দিকে পার্বত্য অঞ্চলের সাজেক পাহাড়ে পৌছে। ওই দিন বিকেলে কংলাক পাহাড় পর্যবেক্ষণ, রাতে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পরদিন ২৬শে জানুয়ারী দিনভর আলুটিলা, খাগড়াছড়ী পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, হাজাছড়া ঝর্ণা প্রভৃতি দর্শনীয় স্থান পর্যবেক্ষণ শেষে ২৭শে জানুয়ারী সকাল ৯টায় পাংশা শহরে ফিরে আসেন আনন্দ ভ্রমণকারীদল। পাহাড়ীদৃশ্য দেখে সকলে মুগ্ধ হয়।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আতাউল হক খান চৌধুরী কলেজ শিক্ষক পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে উল্লেখ করে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!