॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ীর শ্রীপুরে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবহার উপযোগী করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে গঠিত সাব-কমিটির সদস্যগণ গতকাল ২৭শে জানুয়ারী বিকালে টার্মিনাল পরিদর্শন করেন।
কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সানোয়ার হোসেনের নেতৃত্বে কমিটির সদস্য পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম,পিপিএম, পৌর মেয়রের প্রতিনিধি পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ আলী খান, বিআরটিএ’র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এবং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান বাস টার্মিনাল পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক শাওন মোঃ কহিনূর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দেখা যায়, বাস টার্মিনালটি ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক জায়গা বেদখল হয়ে গেছে। বিধি-বহির্ভুতভাবে অনেক জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। হোমিও ফার্মেসী, সেলুন, কবুতরের ফার্মসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, সুযোগ-সুবিধা না থাকাসহ নিরাপত্তাহীনতার কারণে বাস মালিকরা এখানে বাস রাখতে চান না। টয়লেট-বিদ্যুৎ ও ড্রেনেজ সমস্যা, যাত্রীদের বসার জায়গার দুরবস্থা, অভ্যন্তরীণ রাস্তার বেহাল অবস্থা, সীমানা দেয়াল না থাকা, মাদকসেবীদের দৌরাত্মসহ বহুবিধ সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান করে টার্মিনালটি ব্যবহার উপযোগী করা হলে সকলেই উপকৃত হবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সানোয়ার হোসেন বলেন, আমরা সার্বিক পরিস্থিতি দেখলাম। টার্মিনালটি ব্যবহার উপযোগী করার জন্য সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য কাজ করা হবে।