বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে ফার্মের মুরগীর ডিম উৎপাদনকারী খামারীরা লোকসানে

  • আপডেট সময় সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বেশ কিছুদিন যাবৎ ফার্মের মুরগীর ডিমের দাম কমে যাওয়ায় লোকসানের কবলে পড়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকার ডিম উৎপাদনকারী খামারীরা।
তাদের আশঙ্কা এভাবে ডিমের দাম কমতে থাকলে অচিরেই তারা পথে বসতে বাধ্য হবেন। এই সংকটের হাত থেকে রক্ষা পেতে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে দ্রুতই এই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে বালিয়াকান্দি উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর।
জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরে দেশের সর্বত্র ফার্মের মুরগীর ডিমের দাম কমে গেছে। খুচরা বাজারে এখন প্রতি হালি(৪পিস) ফার্মের মুরগীর ডিমের দাম ২৪ টাকা থেকে ২৫ টাকা এবং ডজন (১২ পিস) ৭০-৭৪ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও প্রতি ডজন ফার্মের মুরগীর ডিম বিক্রি হয়েছে ৯০ টাকা থেকে ৯৬ টাকায়। খামারীরা বলছেন, ডিমের অতিরিক্ত উৎপাদন, বাজারে সবজি ও মাছের সরবরাহ এবং গরুর মাংসের দাম সহনীয় পর্যায়ে থাকার জন্য ডিমের চাহিদা কমে গেছে।
বালিয়াকান্দি উপজেলার কয়েকজন খামারী বলেন, বর্তমানে বালিয়াকান্দিসহ রাজবাড়ীর প্রতিটি উপজেলায় ডিমের উৎপাদন ভালো হচ্ছে। কিন্তু উৎপাদন বেশী হওয়ায় ও চাহিদা কমে যাওয়ায় তারা ডিমের ভালো দাম পাচ্ছেন না। উপরন্তু উৎপাদন খরচও বেশী। এভাবে চলতে থাকলে খামারীদের লোকসানের মুখে পড়তে হবে। কারণ ডিমের দাম কমলেও মুরগীর ওষুধ ও খাবারের দাম কমেনি। এভাবে চলতে থাকলে অনেক খামার বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!