॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বেশ কিছুদিন যাবৎ ফার্মের মুরগীর ডিমের দাম কমে যাওয়ায় লোকসানের কবলে পড়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকার ডিম উৎপাদনকারী খামারীরা।
তাদের আশঙ্কা এভাবে ডিমের দাম কমতে থাকলে অচিরেই তারা পথে বসতে বাধ্য হবেন। এই সংকটের হাত থেকে রক্ষা পেতে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে দ্রুতই এই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে বালিয়াকান্দি উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর।
জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরে দেশের সর্বত্র ফার্মের মুরগীর ডিমের দাম কমে গেছে। খুচরা বাজারে এখন প্রতি হালি(৪পিস) ফার্মের মুরগীর ডিমের দাম ২৪ টাকা থেকে ২৫ টাকা এবং ডজন (১২ পিস) ৭০-৭৪ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও প্রতি ডজন ফার্মের মুরগীর ডিম বিক্রি হয়েছে ৯০ টাকা থেকে ৯৬ টাকায়। খামারীরা বলছেন, ডিমের অতিরিক্ত উৎপাদন, বাজারে সবজি ও মাছের সরবরাহ এবং গরুর মাংসের দাম সহনীয় পর্যায়ে থাকার জন্য ডিমের চাহিদা কমে গেছে।
বালিয়াকান্দি উপজেলার কয়েকজন খামারী বলেন, বর্তমানে বালিয়াকান্দিসহ রাজবাড়ীর প্রতিটি উপজেলায় ডিমের উৎপাদন ভালো হচ্ছে। কিন্তু উৎপাদন বেশী হওয়ায় ও চাহিদা কমে যাওয়ায় তারা ডিমের ভালো দাম পাচ্ছেন না। উপরন্তু উৎপাদন খরচও বেশী। এভাবে চলতে থাকলে খামারীদের লোকসানের মুখে পড়তে হবে। কারণ ডিমের দাম কমলেও মুরগীর ওষুধ ও খাবারের দাম কমেনি। এভাবে চলতে থাকলে অনেক খামার বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।