॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২৭শে জানুয়ারী পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষে পাংশা মডেল থানা পুলিশ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
জানা যায়, ব্যানার-ফেস্টুন সহকারে সকাল ১১টার দিকে পাংশা মডেল থানা চত্বর থেকে পাংশা শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা পৌরসভার কাউন্সিলর মোতালেব হোসেন ও লাভলু বিশ্বাস, যশাই ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল বিশ্বাসসহ পাংশা মডেল থানা, বাহাদুরপুর ও কসবামাজাইল ক্যাম্পের পুলিশ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। র্যালী শেষে পাংশা মডেল থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর সাজেদুল ইসলাম, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমানসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ২৭শে জানুয়ারী থেকে ২রা ফেব্রুয়ারী পুলিশ সেবা সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন।