॥মনির হোসেন॥ পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের আয়োজনে গতকাল ২৭শে জানুয়ারী সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী থানার সামনে থেকে র্যালীটি বের হয়ে রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় থানার পরিদর্শক(তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক খোন্দকার আনিসুল হক বাবু, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উরমান মন্ডল, রতনদিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, মুক্তিযোদ্ধা রফিকুল আলম কুটি মনি, নির্মল কুমার সাহা, বাসুদেব দাস, রনজয় বসু প্রমুখ বক্তব্য রাখেন।