॥তনু সিকদার সবুজ॥ পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে গতকাল ২৭শে জানুয়ারী সকালে ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’-শ্লোগানকে সামনে রেখে র্যালী অনুষ্ঠিত হয়।
থানা প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
থানার সকল পুলিশ সদস্যসহ বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালীতে উপস্থিত ছিলেন। র্যালী শেষে পুলিশ সপ্তাহের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা।
এছাড়াও পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে থানায় আলোকসজ্জার পাশাপাশি থানায় অভিযোগ দিতে আসা প্রত্যেককে ১টি করে রজনীগন্ধা ফুলের স্টিক উপহার দেওয়া হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।