॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গতকাল ২৭শে জানুয়ারী দুপুরে নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় নজরুল খাঁ(৩২) নামের এক মাদকসেবীকে আটক করে।
আটক নজরুল ওই গ্রামের ইসমাইল খাঁর ছেলে। এ সময় তার কাছ থেকে ১পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিকালে তাকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজার নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও উদ্ধারকৃত ইয়াবা ও সেবনের সরঞ্জাম পুড়িয়ে ফেলা হয়।