॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব গতকাল ২৬শে জানুয়ারী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা এবং রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বিদ্যালয়ের আজীবন সদস্য ডাঃ আঃ রহিম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না সাহা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনটি শিক্ষার্থীদের অত্যন্ত আনন্দের একটি দিন। ছোটবেলায় আমরা দিনটির অপেক্ষায় থাকতাম। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনছেন, নারীদের অগ্রাধিকার দিচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। তিনি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।
তিনি শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান এবং বিদ্যালয়টির উন্নয়নে ২লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।