॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি এ.জে মিন্টু’র পক্ষ থেকে শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ৪শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ২১শে জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা খোকন বাবু’র পুকুর চালায় এ.জে মিন্টু’র বাসভবন সংলগ্ন মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি এ.জে মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান গাজী। এ সময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিপু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ কুমার সাহা, বনি, সামছু, ফিরোজ খান, কুদ্দুস খান, নান্নু মোল্লা, সেন্টু চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী এবং শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আ’লীগ নেতা এ.জে মিন্টু’র উত্থাপিত দাবীর প্রেক্ষিতে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী সজ্জনকান্দা সুজন চরপাড়ায় রাস্তা করে দেয়াসহ তার নিকট বরাদ্দ আসামাত্র স্থানীয় ৫টি মসজিদ, গোরস্থার ও কালি মন্দিরের উন্নয়নের জন্য অনুদান দেয়ার ঘোষণা দেন।
এছাড়াও তিনি উপস্থিত জনগণের মতামত নিয়ে এ.জে মিন্টু’কে আগামী পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় সমর্থন দেয়ার ঘোষণা দেন। কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে এ.জে মিন্টু’র আয়োজনে নির্বাচনোত্তর মতবিনিময় সভা এবং অতিথিগণসহ সহ¯্রাধিক মানুষের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা এ.জে মিন্টু প্রতি বছরই দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। বর্ষা মৌসুমে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো, ওয়ার্ডব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোসহ নানাবিধ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তিনি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন।