॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ২৪শে জানুয়ারী সন্ধ্যা রাতে রেল লাইনের উপর দাঁড়িয়ে হেডফোনে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় ৩জন যুবক গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাকিব(১৬), হাসিব(১৮) ও অন্তু (২০) নামের ৩জন যুবক কালুখালী রেলগেট এলাকায় রেল লাইনের উপর দাঁড়িয়ে হেডফোনে গান শুনছিল। এমন সময় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনের (হাসিব ও অন্তু) অবস্থাও আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতদের ৩জনের বাড়ীই কালুখালীর রতনদিয়ায়। তাদের মধ্যে নিহত সাকিব ও আহত হাসিব আপন সহোদর। তারা রতনদিয়ার কাদের শেখের ছেলে। আহত অপরজন অন্তুর পিতার নাম জানা যায়নি।