॥মোক্তার হোসেন॥ আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ সরব হয়েছেন।
জানা যায়, পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন জনমত গঠনে মাঠে নেমেছেন।
রাশিদা ইয়াসমীন পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, দুঃস্থ মাতৃকল্যাণ সংস্থা এবং দুঃস্থ মাতৃ ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী।
এছাড়া মহিলা লীগের পাংশা পৌরসভা শাখার সাধারণ সম্পাদক তিনি। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।
রাশিদা ইয়াসমীন জানান, দি হাঙ্গার প্রজেক্ট থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীলতা অর্জনে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাদে দলীয় মূল্যায়ন পেয়েছি। জনগণ পরপর দুইটার্ম পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট আছি। মনোনয়নের ব্যাপারে দলের প্রতি তার পূর্ণ আস্থা আছে বলে উল্লেখ করেন তিনি।