॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার উদয়পুর উচ্চ বিদ্যালয়ে আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প-২০১৯ গতকাল ২১শে জানুয়ারী শেষ হয়েছে।
নারী-পুরুষ ১০৬ জনের চোখের ছানি অপারেশন করা হয়। আদ-দ্বীন ভ্রাম্যমান চক্ষু অপারেশন থিয়েটারে ডাঃ মিনহাজুর রহমান চক্ষু রোগীদের ছানি অপারেশন করেন।
জানা যায়, গত শনিবার সকালে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অপর আমন্ত্রিত অতিথি পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আব্দুল আজিজ সপরিবারে চক্ষু ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এদিকে গতকাল সোমবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম সাদী, সহসভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, উদয়পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউনুস আলী, মুক্তিযোদ্ধা ওমর আলী, যশাই ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান মন্ডল, যশাই ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার দরুদ আলী, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম জানান, দুই শতাধিক চক্ষু রোগীর বাছাই করে ১০৬ জনের চোখের ছানী অপারেশন করা হয়েছে। আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন জানান, ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা ও মানব কল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এবারে ৩য়বারের মত বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ছানি অপারেশনের মধ্য দিয়ে চক্ষু রোগীরা আলো দেখতে পারছে। চক্ষু ক্যাম্প বাস্তবায়নে আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, উদয়পুর উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা রয়েছে।