॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভূমি অফিসে অনলাইনে শতভাগ নামজারী(মিটিশন) কার্যক্রম চালু হওয়ায় জনসাধারণ এর সুফল ভোগ করছে।
জানা যায়, নতুন বছরের শুরু থেকে পাংশা উপজেলা ভূমি অফিসে জমির নামজারী(মিটিশন) করতে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
গতকাল বুধবার ১৬ই জানুয়ারী পর্যন্ত মোট ৬০টি নামজারীর আবেদন জমা হয়েছে। ইতোমধ্যে ৩টি আবেদনের নিষ্পত্তিকরণ হয়েছে। অন্য আবেদনগুলোর নিষ্পত্তি প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইনে আবেদন করার পরপরই অফিস থেকে আবেদনকারীর মোবাইল ফোনে আবেদন গ্রহণের এবং সাক্ষাৎকার তারিখের বিষয়ে মেসেজ পাঠানো হচ্ছে। বাড়ীতে বসেই নামজারীর আবেদনকারীরা তথ্য পাচ্ছেন।
পাংশার এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম জানান, এখন অনলাইনে শতভাগ মিটিশনের কার্যক্রম চলছে। এতে করে ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ফুটে উঠেছে। জনসাধারণ ভূমি অফিসে এসে যাতে কোনো প্রকার হয়রানীর শিকার না হয়, তারা যেন দালালের খপ্পরে না পড়েন, সর্বপরি দুর্নীতিমুক্ত পরিবেশে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় অনলাইন কার্যক্রম জনপ্রিয়তা পেয়েছে। এ ব্যাপারে জনসাধারণের সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি। অনলাইনে জমি রেজিষ্ট্রি কার্যক্রম চালু হলে দ্রুততম সময়ে মিটিশনের আবেদন নিষ্পত্তিকরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে নামজারীর জনৈক আবেদনকারী জানান, অনলাইনে আবেদনের ফলে বাড়ী বসেই নামজারীর বিষয়ে তথ্য পেয়েছি। এতে করে ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ফুটে উঠেছে।