মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:২২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা উপজেলা ভূমি অফিসে অনলাইনে নামজারী কার্যক্রমে সুফল পাচ্ছে জনগন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভূমি অফিসে অনলাইনে শতভাগ নামজারী(মিটিশন) কার্যক্রম চালু হওয়ায় জনসাধারণ এর সুফল ভোগ করছে।
জানা যায়, নতুন বছরের শুরু থেকে পাংশা উপজেলা ভূমি অফিসে জমির নামজারী(মিটিশন) করতে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
গতকাল বুধবার ১৬ই জানুয়ারী পর্যন্ত মোট ৬০টি নামজারীর আবেদন জমা হয়েছে। ইতোমধ্যে ৩টি আবেদনের নিষ্পত্তিকরণ হয়েছে। অন্য আবেদনগুলোর নিষ্পত্তি প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইনে আবেদন করার পরপরই অফিস থেকে আবেদনকারীর মোবাইল ফোনে আবেদন গ্রহণের এবং সাক্ষাৎকার তারিখের বিষয়ে মেসেজ পাঠানো হচ্ছে। বাড়ীতে বসেই নামজারীর আবেদনকারীরা তথ্য পাচ্ছেন।
পাংশার এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম জানান, এখন অনলাইনে শতভাগ মিটিশনের কার্যক্রম চলছে। এতে করে ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ফুটে উঠেছে। জনসাধারণ ভূমি অফিসে এসে যাতে কোনো প্রকার হয়রানীর শিকার না হয়, তারা যেন দালালের খপ্পরে না পড়েন, সর্বপরি দুর্নীতিমুক্ত পরিবেশে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় অনলাইন কার্যক্রম জনপ্রিয়তা পেয়েছে। এ ব্যাপারে জনসাধারণের সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি। অনলাইনে জমি রেজিষ্ট্রি কার্যক্রম চালু হলে দ্রুততম সময়ে মিটিশনের আবেদন নিষ্পত্তিকরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে নামজারীর জনৈক আবেদনকারী জানান, অনলাইনে আবেদনের ফলে বাড়ী বসেই নামজারীর বিষয়ে তথ্য পেয়েছি। এতে করে ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ফুটে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!