বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় এ্যাম্বুলেন্স চালকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি॥৮লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট সময় বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা পূর্বপাড়া গ্রামে গতকাল ১৫ই জানুয়ারী ভোর ৪টার দিকে সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মাসুদের বাড়ীতে আধাঘন্টা ব্যাপী দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
জানা গেছে, ৭/৮জনের একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, হাত ঘড়ি, নগদ প্রায় ২লক্ষ টাকা, মোবাইল ও একটি ল্যাপটপ লুট করে পালিয়ে যায়।
এ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ আল মাসুদ(৪০) জানান, গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বাসার পিছনের বাউন্ডারীর গ্রিলের দরজার হ্যাজবোল্ড ভেঙে ডাকাতরা ভিতরে ঢোকে। এরপর তারা রান্না ঘরের জানালার থাই গ্লাস খুলে গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে আমার ছেলে সিফাতকে ঘুম থেকে ডেকে তোলে। সিফাত ঘুম থেকে জেগে উঠলে ডাকাতরা তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে দিয়ে আমাকে ডেকে তোলে। এরপর ডাকাতরা আমাকে বেধে আমার স্ত্রীর শরীরে থাকা স্বর্ণের গহনা কেড়ে নিয়ে আমার কাছে আলমারীর চাবি চায়। আমি চাবি দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারপিট করে চাবি নিয়ে আলমারী খুলে বিভিন্ন ধরণের স্বর্ণের গহনা, নগদ টাকা নেয়। এছাড়াও তারা একটি ল্যাপটপ ও ৩টি মোবাইল ফোনসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠন করে।
তিনি আরো জানান ৭/৮জনের ডাকাত দল প্রায় ৩০ মিনিট সময় ধরে এ ঘটনা ঘটিয়ে বীরদর্পে চলে যায়। ডাকাতদের মুখোশ ও জাঙ্গিয়া পড়া ছিল।
মাসুদের ছেলে দশম শ্রেণীর ছাত্র স্বপ্ন জানায়, রাত ৪টার দিকে জাঙ্গিয়া পড়া ও মুখে গামছা বাঁধা ডাকাতরা তার রুমে ঢুকে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বলে-তোর বাবাকে ডাক, নইলে মেরে ফেলব। নিরুপায় হয়ে পাশের রুম থেকে বাবাকে ডেকে তুললে ডাকাতরা বাবা-মাকে মারধর করে বেঁধে রেখে আলমারীর চাবি নিয়ে সব কিছু নিয়ে যায়।
খবর পেয়ে গতকাল ১৫ই জানুয়ারী সকালে রাজবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!