॥স্টাফ রিপোর্টার॥ ঢাকার সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের সময় দায়িত্ব পালনকালে বিজিবির এক মেজর কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধরের ঘটনায় রাজবাড়ী কালেক্টরেটে প্রতিবাদ সভা এবং প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ১৪ই জানুয়ারী বিকালে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার কর্মকর্তাগণ প্রতিবাদ সভায় মিলিত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত বিজিবির মেজরকে আইনের আওতায় আনার জন্য মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও প্রতিরক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। এছাড়াও তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
অপরদিকে অভিযুক্ত বিজিবির মেজরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ী কালেক্টরেটের কর্মচারীরা সকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৩ই জানুয়ারী সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের সময় দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র একটি দলের নেতৃত্বে থাকা রহমত নামের একজন মেজর ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলামকে মারধর করেন।